অন্তরে ভারতীয় বলে দাবি জ্যাকলিনের

Jacqueline Fernandez

লংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ, রীতিমতো চুটিয়ে বলিউডে কাজ করে চলছেন তিনি। শ্রীলঙ্কার নাগরিকত্বধারী জ্যাকলিন বলিউডের ধারায় নিজেকে মিলিয়ে-মিশিয়ে ফেলেছেন খুব সহজেই। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান যে, নিজেকে ভারতীয়দের মতোই ভাবেন তিনি।

জ্যাকলিন বলেন, ‘মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। বাহরাইনে থাকার সময় অনেক ভারতীয়র সঙ্গেও মেলামেশা করেছি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পরিবেশগত অনেক মিল আছে। সব মিলিয়ে ভারতীয়দের সংস্পর্শে যখনই এসেছি, কখনই নিজেকে বহিরাগত মনে হয়নি। ফলে আমাকে ভৌগোলিক সীমানা দিয়ে বিদেশি বলা গেলেও আমি অন্তরে অন্তরে কিন্তু ভারতীয়দের মতোই।’

২০০৯ সালে ভারতে মডেলিং অ্যাসাইনমেন্ট পাওয়ার আগে থেকেই হিন্দি ভাষার সঙ্গে পরিচিত ছিলেন জ্যাকলিন, পরবর্তীতে হিন্দি শিখেছেন আরো ভালো করে।তবে  এখনো যদিও তা পুরোপুরি আয়ত্তে আসেনি, তবে সংলাপ বলতে কোনো সমস্যা হয় না তার।

কাজ আর ক্যারিয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে চান জ্যাকলিন। একটা সময় অস্ট্রেলিয়ায় গণযোগাযোগ বিষয়ে পড়ালেখা করেছেন তিনি। এছাড়াও মডেলিং করেছেন (এখনো করেন), বিদেশি টেলিভিশন চ্যানেলে রিপোর্টিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এখন আবার অভিনয়ও করছেন।

পড়ালেখার বিষয়ে তিনি বলেন, ‘ম্যাস কমিউনিকেশন বিষয় হিসেবে দারুণ আকর্ষণীয়। নিজের সৃষ্টিশীল সত্তাকে মেলে ধরার একটা আদর্শ কোর্স। তাই আমি এই কোর্সে আগ্রহী ছিলাম বরাবরই। আর মডেলিং, রিপোর্টিং যেটাই হোক না কেন—প্রতিটি বিষয় আমাকে অনেক কিছু শিখিয়েছে।’

বর্তমানে খুব কর্মব্যস্ত দিন কাটে জ্যাকলিনের। এরই মধ্যেই এমনকি শুটিংয়ের ফাঁকেও সুযোগ পেলেই স্কিপিং করেন তিনি। তবে শরীর-স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন জ্যাকলিন।

এ বিষয়ে তিনি বলেন, ‘বডি মুভমেন্টস এবং ফিটনেসের জন্য এটা করি। বহুদিনের অভ্যাস। তা ছাড়া জিম তো রয়েছেই।’

তবে কাজের ফাঁকে অবসর পেলে টিভি দেখেই সময় কাটাতে ভালোবাসেন জ্যাকলিন। তিনি বলেন, ‘ভালো ভালো সিনেমা দেখি। এর মধ্যে ওল্ড ক্লাসিকস সিনেমা বেশি থাকে। তা সে হিন্দি হোক বা বলিউডের হোক। ওই সব সিনেমা আমাকে অনেক অনেক কিছু শিখিয়ে দেয়।’