অবশেষে ঘর ভাঙল সারিকার

Devorce of Sarika

বেশ কিছুদিন ধরেই গুজব চলছিল জনপ্রিয় মডেল অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। সম্প্রতি জানা গেছে, গত এক মাস ধরে স্বামী মাহিম করিমের সঙ্গে থাকছেন না সারিকা।

গত নভেম্বরেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় সারিকার। দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল তাদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে সারিকা বলেন, ‘বৈবাহিক কিংবা ঘর ভাঙার বিষয় নিয়ে কিছুই বলতে চাই না। যদি কিছু জানাতে হয় আরো পরে জানাবো।’

কথার প্রসঙ্গ ঘুরিয়ে সারিকা বলেন, ‘আমি বর্তমানে আগের মতো আবারো নাটক-বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি। এ বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু না। আগামীতে আরো বেশি বেশি কাজ করবো। খুব শিগগিরই আদনান আল রাজীবের নির্দেশায় প্রাণের একটি বিজ্ঞাপনের কাজ করেছি সেটি প্রচারে আসবে। আগামীতে খণ্ড নাটকের জন্য সিডিউল দিয়েছি সেগুলো করবো।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে মডেলিং আর ২০১০ সালে অভিনয় দিয়ে সবার নজর কাড়েন সারিকা। তারপর ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমেকে বিয়ে করেন সারিকা। আর বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান।