কাশ্মীরে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে পাকিস্তানের ভেতরে ভারতীয় সেনাবাহিনীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ কে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি চলে আসছে। আর এর প্রভাব পড়েছে খেলাধুলা, চলচ্চিত্র সহ প্রায় সকল ক্ষেত্রেই। সব রকমের সম্পর্কই প্রায় বন্ধ।
তবে বর্তমানে এমন দমবন্ধকর পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হতে যাচ্ছে। পাকিস্তানের সিনেমা হলগুলোতে আবারও সম্ভাবনা দেখা দিয়েছে বলিউডের মুভি প্রদর্শনীর।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ। কারণ বলিউড মুভি প্রদর্শনী বন্ধ থাকার কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাকিস্তানি পরিবেশক ও হল মালিকরা।
এছাড়া আরো জানানো হয়, আগামীকাল সোমবার থেকে আবারও ভারতীয় চলচ্চিত্র দেখানো শুরু করবেন তারা।
উল্লেখ্য, এর আগে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির কারণে পাকিস্তানে বলিউড মুভির প্রদর্শনী বন্ধ করে দেয়া হয়েছিল। আর এর জবাবে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করা নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছিল ভারতের বেশ কিছু পরিচালক।