বেশ কয়েকমাস হল গানের জগত থেকে দূরে আছেন পপ তারকা সেলেনা গোমেজ। জনপ্রিয় এই গায়িকা বর্তমানে টেনেসির একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে মানসিক চিকিৎসা নিচ্ছেন। হ্যা,অসুস্থতার জন্য গানের জগত থেকে সাময়িক বিরতিতে আছেন তিনি। ‘লুপাস’ নামক একটি মানসিক রোগে ভুগছেন এই শিল্পী।
তবে সেলেনা ভক্তদের জন্য রয়েছে সুখবর। আর তা হল খুব শিগগিরই মঞ্চে ফিরছেন সেলেনা। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমে মঞ্চে আসতে যাচ্ছেন তিনি।
অনুষ্ঠানের আয়োজক লেরি ক্লেইন সম্প্রতি গণমাধ্যমকে জানান সেলেনার ফিরে আসার সংবাদ। এছাড়া সেলেনা নিজেও নাকি গানের জগতে ফিরতে চাইছেন। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমেই ভক্তদের সামনে আসার আগ্রহ প্রকাশ করেছেন এই গায়িকা।
এছাড়া আরও জানা যে,উক্ত অনুষ্ঠানে থাকবেন না সেলেনার প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবার। সেলেনার মঞ্চে ফেরার জন্য এটিও একটি বড় কারণ মনে করছে হলিউডবাসীরা।
অনেকেই মনে করছেন, এই মুহূর্তে তার শারীরিক ও মানসিক অবস্থা সুস্থতার দিকে। আর তাই সব ধরনের বাজে পরিস্থিতি এড়িয়ে চলতে চাইছেন এই তারকা। বিবার যেহেতু এখানে থাকবেন না, তাই তার জন্য এখানে পারফর্ম করা সুবিধাজনক হবে।