বলিউডে অবসান ঘটল আরো একটি বন্ধুত্বের। জনপ্রিয় নায়িকা কাজল ও নির্মাতা করণ জোহরের ২৫ বছরের বন্ধুত্ব শেষ হয়ে গেল এবার।
গত বছর ২৮ অক্টোবর মুক্তি পায় করণ জোহর নির্মিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও কাজলের স্বামী অজয় দেবগন নির্মিত, প্রযোজিত ও অভিনীত ছবি ‘শিবায়’। আর তখন থেকেই সবাই ধারণা করছিলেন ফাটল ধরেছে কাজল ও করণের বন্ধুত্বে।
সম্প্রতি অনলাইনে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে, যা কিনা সন্দেহ করা হচ্ছে করণ জোহরের লেখা বই ‘অ্যান আনসুইটেবল বয়’-এর কয়েকটি পৃষ্ঠা বলে। সেখানে দেখা যাচ্ছে, করণ জোহর তাঁদের সম্পর্কের অবনতির জন্য দায়ী করেছেন অজয়কে।
গত বছরের ১ সেপ্টেম্বর কাজলের করা টুইট দেখেই নাকি করণ বুঝেছিলেন যে কাজলের সঙ্গে তার বন্ধুত্বটা আর টিকছে না। ‘শিবায়’-এর মুক্তি ঠেকাতে করণ ঘুষ দিয়েছেন এমন ইঙ্গিত করে কাজল সেদিন যে টুইট করেছিলেন তাতেই তিনি ‘স্তম্ভিত’।