শুধু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান নয়, যারা ডিভাইসটি হ্যাকের চেষ্টা করতে তাদের ছবি ও ভিডিও তুলবে নতুন ফিচারটি।
প্যাটেন্ট আবেদনে অ্যাপল জানিয়েছে, এক বা একাধিক চেষ্টার মাধ্যমে কম্পিউটিং ডিভাইসটির আনঅথরাইজড অ্যাক্সেস নিতে গেলে এটি সেসব তথ্য সংগ্রহ করবে। বর্তমান ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট, ছবি, ভিডিও, আশেপাশের অডিও, ফরেনসিক ইন্টারফেইস এবং আরও কিছু তথ্য সংগ্রহ করবে। এরপর সেসব তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠাবে প্রযুক্তিটি।
অন্যান্য প্যাটেন্টের মতো এটিও অ্যাপলের একটি পরিকল্পনা, ফলে আবেদনটি গৃহীত হলে অন্য কেউ এটি দাবি করতে পারবে না। তবে সংগৃহীত তথ্য কিভাবে সংরক্ষিত হবে, সেটি মুছে ফেলা বা দেখা যাবে কিভাবে এমনকি পরিবারের অন্য কেউ যদি ডিভাইসটি ব্যবহার করে সেক্ষেত্রে নতুন প্রযুক্তিটি কিভাবে যাচাই করবে সেসব বিষয়ে বিস্তারিত জানায়নি অ্যাপল।
তবে যদি প্যাটেন্টটির প্রযুক্তি সত্যিই নিয়ে আসে, তবে এটি ব্যবহারকারীদের ডিভাইস নিরাপত্তায় নতুন ধাপ উন্মোচিত হবে। এখন শুধু অপেক্ষা!