আইফোন কি তাহলে বাজারে হ্যান্ডব্যাগ ছাড়ল? বিষয়টি কি সত্যি?
আপনাদের ভিতরে যাদের মনেহল প্রযুক্তি ছেড়ে কি শেষে হ্যান্ডব্যাগ বাজারে ছাড়বে আইফোন, তাদের ধারনা ভুল। চায়নার জিনটং টিয়ান্ডি প্রতিষ্ঠানটি ২০১২ সাল থেকে বাজারে আইফোন হ্যান্ডব্যাগ বাজারজাত করছে যা কিনা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
দীর্ঘ প্রায় চার বছরের আইনি লড়াই শেষে চীনের আদালতে হেরে যায় বিশ্বখ্যাত এই প্রযুক্তি কোম্পানি। আদালতের রায় অনুযায়ী, জিনটং টিয়ান্ডি প্রতিষ্ঠানটি তাদের ব্র্যান্ড নাম আইফোন ব্যাবহার করতে পারবে। কোম্পানিটি মুলত চামড়াজাত পণ্য ও মোবাইলের কেচ তৈরি করে থাকে।
জানা যায় অ্যাপল এবং এই চায়না কোম্পানি আইফোন নামটির স্বত্ব নেয়ার জন্য ২০১২ সাল থেকে চেষ্টা করে আসছে কিন্তু সর্বশেষে ৩১ মার্চ পুনরায় আপিল করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত রায়ে বলে জিনটং টিয়ান্ডির প্রতিস্থানের পূর্ণ অধিকার রয়েছে নামটি ব্যাবহারের।
রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ জিনটং টিয়ান্ডি প্রতিষ্ঠানটি রায়কে স্বাগত জানায় এবং অ্যাপলএর সাথে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করে, যদিও এখনো অ্যাপল কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য প্রকাশ করা হয়নি।