পর্ন তারকা থেকে বলিউডে এন্ট্রির পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না সানি লিওনের। ছেড়ে আসা অতীতের পর্ন জীবন নিয়ে আজও অবধি তাকে নিয়ে কানাঘুষা চলছে, তাকে কথাও শুনতে হচ্ছে। অভিনয়ের ফাঁকে, এখনো তাঁর শরীর নিয়েই মূল আলোচনা হয়। সানি লিওন মানেই আবেদনময়ী ভাব। কিন্তু আর না, এবার সে তার ইমেজ পরিবর্তন করতে যাচ্ছে। খোলামেলা দৃশ্য আর নয়।
সম্প্রতি সানি লিওন মিডিয়কে বলেন, এখন আর আমি সারা দিন বিকিনি বা স্টিলেটো পরে ঘুরি না। আমার স্টাইলের পরিবর্তন করছি। পোষাক পরিচ্ছেদে অনেকটাই পরিবর্তন এনেছি। সানি লিওন আরও বলেন ‘আমি জানি আমার ব্যক্তিত্ব সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পাল্টানো কঠিন। কিন্তু আমাকে তো আগে চেষ্টা করতেই হবে!’
সানির এই সিন্ধান্তের কথায় অভিভূত বলিপাড়ার পরিচালক-প্রযোজকরা। সানি লিওন মানেই খোলামেলা পোশাক, সাহসী দৃশ্য সেই ধারণা থেকে বেরিয়ে আসবেন মানুষ। পরিবর্তনের এই উদ্যোগ নিয়েছেন সানি লিওন নিজেই। সত্যিই কি সানির এই পরিবর্তন সম্ভব?