আগামীকাল ২১ অক্টোবর রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর দুপুর ২টা পর্যন্ত সাবমেরিন কেবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএল।
বৃহস্পতিবার সহকারী পরিচালক (প্রকাশনা) তহুরা সুলতানার সই করা প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।