আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে কাজল

Kajol is in film festival

বলিউড তারকারা প্রতিদিন কত-শত সেলফিই তো সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন। স্থান, কাল, পাত্রভেদে তোলা এসব ছবি নিয়ে বেশ মেতে থাকেন ভক্তরাও।

এবার তারই ধারাবাহিকতায় নিজের একটি সেলফি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রকাশ করলেন অভিনেত্রী কাজল। উক্ত সেলফিতে তিনি নিজের সঙ্গে ভারতের পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী জয়া বচ্চনকে বেঁধেছেন একই ফ্রেমে।

টুইটারে শেয়ার করা ছবিটিতে তিনজনকেই দেখা গেছে বেশ হাসিখুশি । ছবিটির ক্যাপশনে কাজল লেখেন, ‘একটু ঝাপসা, কিন্তু বেশ একটি নারী-দল।’

গত শুক্রবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের ২২তম আয়োজনে উপস্থিত ছিলেন কাজল ও জয়া। আর সেখানে তাঁদের সঙ্গে যোগ দেন মমতা। তিনজনই বেশ মত্ত ছিলেন আড্ডা আর হাসি-ঠাট্টায় ।

শুধুমাত্র সেলফিই নয়, মমতার সামনে বাংলায় বক্তৃতা দেওয়ার চেষ্টাও করেন কাজল। এ সময় কলকাতার দর্শকরা বেশ উপভোগ করেন তাঁর আনাড়ি বাংলা উচ্চারণ।

তবে বাংলাটা যে একটু কম জানেন, তা সবার সামনেই স্বীকার করে নেন কাজল। আর জয়াকে বলেন পরে তাঁর কাছ থেকে শিখে নেবেন বাংলাটা।

প্রায় প্রতিবছরই মুম্বাইতে দুর্গাপূজায় কাজল ও জয়াকে দেখা যায় একসঙ্গে। কিন্তু মমতার সঙ্গে এই প্রথম ছবি তাঁদের ।

উক্ত উৎসবে আরো যোগ দিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত আর পরিণীতি চোপড়ার মতো বলিউড  কাঁপানো তারকারা।