আবারও বিজ্ঞাপনচিত্রে কারিনা

Kareena-kapoor

আগামী ডিসেম্বরে মা হতে যাচ্ছেন নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান। আর এবার ঘোষণা এল, অন্তঃসত্ত্বা কারিনাকে দেখা যাবে একটি টিভি বিজ্ঞাপনে। হেয়ার স্টাইলিস্ট অধুনা আখতার বাজারজাত করার চিন্তা করেছেন নতুন ব্র্যান্ডের চুলের রং। আর এ বিজ্ঞাপনেই দেখা যাবে কারিনাকে।

বিশ্বস্ত এক সূত্র জানা গিয়েছে, ‘বিজ্ঞাপনের ধারণাটা খুবই মজার। অধুনা ও কারিনা দুজনই এ ব্যাপারে খুব উৎসাহী।’ অনেক দিন ধরেই এ নিয়ে আলোচনা করছিলেন অধুনা ও কারিনা। অবশেষে ঠিক হয়েছেশুটিংয়ের দিনক্ষণ । সবকিছু ঠিক থাকলে এ মাসের ১৯ ও ২০ তারিখে শুরু হবে বিজ্ঞাপনের কাজ ।

এছাড়াও এ বছরের আগস্টে কারিনা শুরু করবেন রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত ‘ভিরে দি ওয়েডিং’ চলচ্চিত্রের কাজ । ছবিটিতে তাঁর সঙ্গে দেখা যাবে সোনাম কাপুরকেও।