আবারো মিরাক্কেলে জয়ের ট্রফি নিল বাংলাদেশ। জনপ্রিয় টিভি রিয়ালিটি শো মিরাক্কেল সিজন ৯ এ দ্বিতীয় রানার্সআপ হয়েছেন বাংলাদেশের ছেলে আরমান।
গত ২০ জুন হাজার হাজার প্রতিযোগীকে টপকে এ জয় অর্জন করেন তিনি। একটানা ছয়মাস মিরাক্কেলের বিভন্ন রাউন্ডে পারফর্ম করেন আরমান। তার অসাধারণ অভিনয়, দক্ষতা, নাচ এবং বন্ধুসুলভ ব্যাবহারে মুগ্ধ হয়েছেন বিচারকরা এবং পাশাপাশি দর্শকবৃন্দ।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ছেলে আরমান। আট ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। আরমান তার এ সাফল্যকে দেশের সাফল্য বলে মনে করেন। শুধুমাত্র কমেডিই নয় তিনি একজন ভালো কণ্ঠশিল্পীও। মীরাক্কেলের মঞ্চে তার গানে মুগ্ধ বিচারকমন্ডলী। তার গানে মুগ্ধ হয়ে পরান বন্দোপাধ্যায়কে বেশ কয়েকবার কাঁদতেও দেখা গেছে।