আবারো আসছেন চঞ্চল-নাবিলা

Chonchol & nabila is together again

অমিতাভ রেজা পরিচালিত  ‘আয়নাবাজি’ ছবির মাধ্যমে সুপারহিট জুটির তকমা গায়ে লাগিয়েছেন চঞ্চল-নাবিলা। চলতি বছরের সবচেয়ে আলোচিত এই জুটিকে আবারো একসঙ্গে দেখা যাবে রূপালি পর্দায়।

তবে এবার কোনো ছবিতে নয়। চঞ্চল-নাবিলা এবার আসবেন জনসচেতনতা তৈরি করতে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্ব সাধারণের উপর আরোপিত ভ্যাট দেয়ায় সকলকে উৎসাহিত

এনবিআর এর এই কাজটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘মানুষ যেন ঠিক মত ভ্যাট প্রদান করেন এই কাজটিতে আমি এবং নাবিলা সে কথাই বলবো। তারসঙ্গে আয়নাবাজির পর আবার কাজ করলাম। সবমিলিয়ে ভালো লাগছে কাজটি করতে পেরে।’

বজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর পুলিশ প্লাজায় শেষ হয় এর নির্মাণ কাজ এবং খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানা গেছে।