সম্প্রতি অভিনেত্রী শখ তার স্বামী নিলয়কে নিয়ে একটি রেডিওতে আরজে হিসেবে শুনিয়েছেন তাদের ভালোবাসা ও সুখের গল্প। তবে এবার গল্প না নাটকেই আরজে চরিত্র নিয়ে হাজির হচ্ছেন শখ।
এবার আরজে চরিত্রে অভিনয় করলেন শখ। সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে ‘হ্যালো আরজে’ নামের নাটকটি লিখেছেন তানিন রহমান আর পরিচালনায় রয়েছেন হিমেল আশরাফ।
নাটকটিতে শখ অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেলের বিপরীতে। দ্বিতীয়বারের মতো নাটকে জুটি বাঁধলেন নোবেল-শখ। এছাড়া নাটকে শখের বসের চরিত্রে দেখা যাবে আনন্দ খালেদকে।
নাটকটির শুটিং শুরু হয়েছে গত শুক্রবার। রাজধানীর মহাখালীসহ নানা লোকেশনে শুটিং হচ্ছে নাটকটির।
নাটকের পরিচালক হিমেল আশরাফ জানান, শিগগিরই যে কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।