হলিউড আকাশে আবারো স্পাইডি-র হানা। মাকড়সার জাল ছুড়ে সে পাকড়াও করবেন দুষ্টু লোকদের। হাজির হলো স্পাইডারম্যান সিরিজের নতুন কিস্তি। ডিরেক্টর জন ওয়াটসের নজরদারিতে তৈরী হচ্ছে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’।
এবার অবশ্য অ্যান্ড্রু গারফিল্ড এর পরিবর্তে নয়া স্পাইডি টম হল্যান্ড। তবে নতুনত্ব হল ১৬তম কিস্তিতে স্পাইডি-র সঙ্গে হাজির ‘আয়রনম্যান’ রবার্ট ডাউনি জুনিয়রও।
ব্রিটিশ অভিনেতা টম হল্যান্ড জানিয়েছেন যে, এখানে হাই-স্কুলের ছাত্র পিটার পার্কার। ১৫ বছরের পিটার তখন সবে মাকড়সার কামড় খেয়ে স্পাইডারম্যান হয়ে উঠছেন। তার সেই কিশোর বয়সের কথাই শোনা যাবে। আর প্রতি বারের মতো এবারও স্পাইডি-র রয়েছে গার্লফ্রেন্ড। আর সে হল পিটারের ক্লাসমেট মিশেল। মিশেল হিসেবে থাকছেন মার্কিন অভিনেতা জেনডায়া। পিটার পার্কারকে বেগ দিতে হাজির হবেন ভিলেন ‘ভালচার’। ‘বার্ডম্যান’-এর পর মাইকেল কিটন এ বার ভালচার হয়ে বেজায় বেগ দিয়েছেন স্পাইডারম্যানকে।
তবে এখনই পর্দায় দেখা যাবে না স্পাইডিকে। শেষ মুহূর্তের পোস্ট-প্রোডাকশন কাজ চলছে এখন। স্পাইডির আনাগোনা শুরু হবে আগামী ৭ জুলাই।