আবারো আসছেন হৃদয় খান ও পড়শী

Hridoy & Porshi are back together

জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান ও পড়শীর গাওয়া গানগুলো ভিন্নমাত্রা যোগ করেছিল লাভ ম্যারেজ, আরো ভালোবাসবো তোমায় এবং সুইটহার্ট ছবিতেগুলোতে। এরই ধারাবাহিকতায় এবার আবারো একসঙ্গে গাইলেন হৃদয় খান-পড়শী। মোস্তফা কামাল রাজের ‘তুমি যে আমার’ ছবিতে আসিফ ইকবালের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান নিজেই।

এ প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘তুমি যে আমার’ চলচ্চিত্রটি অনেক যত্ন নিয়ে নির্মাণ শুরু করছি। এর প্রাথমকি ধাপ হিসেবে গানগুলো করছি। তারকা শিল্পীরা তো গাইছেনই। সেই সাথে গানগুলো শ্রোতাদের কাছে কতটা শ্রোতাপ্রিয় হবে সেটা চিন্তা করেই করছি। বরাবরই আমার চলচ্চিত্রগুলোতে গানের প্রাধান্য থাকে।

তিনি আরও বলেন, আমার আগের চলচ্চিত্রের গানগুলোও শ্রোতাদের কাছে দারুন সমাদৃত হয়েছে। হৃদয় ও পড়শীকে ধন্যবাদ। এত সুন্দর গান করার জন্য। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি প্রযোজিত ‘তুমি যে আমার’ ছবির জন্য ইতোমধ্যে গান করেছেন ব্যান্ড দল চিরকুট, তাহসান ও কোনাল।

তবে ছবিটিতে কারা অভিনয় করবেন সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে অবশ্য নির্মাতা রাজ বলছেন, ছবিতে কারা অভিনয় করবেন সেটি চমক দিয়ে খবরটা সবাইকে দেব। তবে আরো কিছুদিন পর। সব প্রস্তুতি প্রায় শেষের দিকে।