সর্বদাই চমক দিতে ভালবাসেন তিনি। কখনও মুখ ঢেকে বেরিয়ে আসেন প্রকাশ্যে। রাস্তা দিয়ে হেঁটে চলে যান, আবার কখনও সাইকেল চালিয়ে ঘুরে বেড়ান কলকাতার রাস্তায়। এবারেও তেমনি এক চমক দিলেন অমিতাভ।
অভিনয়ের প্রয়োজনে বার বার নিজের লুক বদলাতে ভালবাসেন অমিতাভ। সেলুলয়েড থেকে বিজ্ঞাপন জগৎ— সবখানেই প্রায় কয়েকশো বার নিজের চেনা লুক ভেঙেছেন তিনি।
তারই ধারাবাহিকতায় এবারও নিজের লুক ভাঙলেন তিনি। এবার টাটা স্কাই-এর এক নতুন বিজ্ঞাপনে নিউ লুকে অবতীর্ণ হচ্ছেন অমিতাভ। এই নয়া লুকের একটি স্টিল ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করেছেন তিনি। আর সেখানে লিখেছেন ‘বাদুম্বা’ শব্দটি।
মজাদার পোশাকে অমিতাভের এই নতুন লুক এরইমধ্যে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
টাটা স্কাই তাঁদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে নির্বাচিত করেছে অমিতাভকে। মাসখানেক আগে টাটা স্কাই তাদের অডিও-ভিডিও বিজ্ঞাপনও বের করেছিল অমিতাভকে নিয়ে।