আবারো রাজের ছবিতে গাইলেন ন্যানসি

New movie song of Nansi

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘তুমি যে আমার’ এ গাইলেন নাজমুন মুনিরা ন্যানসি। ‘মায়া’ শিরোনামের গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান।

রোমান্টিক কথায় সাজানো গানটি লিখেছেন বিনোদন সাংবাদিক জনি হক। আর সুর-সঙ্গীত করেছেন শিল্পী ইমরান নিজেই।

এ প্রসঙ্গে ন্যানসি জানান, ‘‘খুব ভালো লেগেছে ‘মায়া’ গানটিতে কণ্ঠ দিয়ে। নতুন আয়োজনে গানটি সবার কাছে ভালো লাগবে বলে আশা করছি।’’

উল্লেখ্য, এর আগে নির্মাতা রাজ পরিচালিত ‘প্রজাপতি’ ছবির একটি গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন ন্যানসি।

আর নির্মাতা রাজ বলেন, ‘‘আবারো ভালো কিছু অপেক্ষা করছে। ‘তুমি যে আমার’ ছবিটি নতুন আবেদন নিয়ে নির্মাণ করা হবে। শিগগির আরো চমক দিয়ে ছবির নায়ক-নায়িকার নাম ঘোষণা করা হবে।’’

আরটিভি প্রযোজিত ‘তুমি যে আমার’ ছবিটির কাজ নতুন বছরের শুরুতেই শুরু হবে বলে জানা গেছে।