আবারো শাহরুখ-আনুশকা জুটি

Shahrukh Khan-Anushka pair

রুপালি পর্দায় আনুশকার শুরুটা হয়েছিলো বলিউড কিং শাহরুখ খানের বিপরীতে ‘রাব নে বানাদে জোড়ি’ ছবির মাধ্যমে। তারপর একটা বড় সময় ধরে আর একসাথে দেখা যায়নি এ তারকা জুটিকে। যদিও ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে অভিনয় করেছেন দুজনই তবে শাহরুখের সেখানে নায়িকা ছিলেন ক্যাটরিনা।

তবে শাহরুখ-আনুশকা জুটির ভক্তদের জন্য সুখবর হল আবারো একসাথে রুপালি পর্দায় আসছেন তারা।

ধারণা করা হচ্ছে জনপ্রিয় নির্মাতা ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে এক সাথে দেখা মিলবে শাহরুখ ও আনুশকার। গতকাল বুধবার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক বার্তায় এমন আভাসই দিলেন আনুশকা শর্মা।

বার্তাটিতে তিনি লেখেন, ‘নতুন ছবির স্ক্রিপ্ট আর কফি একসাথে দারুণ অনুভূতি দেয়। আমরা আগেও একসাথে কাজ করেছি। আশা করছি নতুন করে আরো দুর্দান্ত কিছু হবে।’ আর টুইট বার্তাটিতে তিনি ট্যাগ করেছেন শাহরুখ খান ও ইমতিয়াজ আলীকে।

এদিকে বলিউডে ইমতিয়াজ আলীর সুনাম রয়েছে রোমান্টিক ঘরাণার ছবি নির্মাণে। আর নায়ক যখন নিজেই রোমান্স কিং তখন ভক্তদের প্রত্যাশাও এবার আকাশ ছোঁয়া।