গোলাপতলীর কাজল ছবিতে ‘কাজল’ চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি। শামীমুল ইসলাম পরিচালিত ছবিটির শুটিং চলছে। এবার একই পরিচালকের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন বড় পর্দার জনপ্রিয় এই তারকা। নাম “আমার সুন্দরী”। এ ছবিতে ‘সুন্দরী’ চরিত্রে দেখা যাবে মাহিকে।
ঢাকা শহরের নানা অপকর্মের সঙ্গে জড়িত এই চরিত্র। একই সঙ্গে সে চোর, বাটপার, প্রতারক। ছবিটিতে কাজের ব্যাপারে মাহি বলেন, ‘আমার জন্য একেবারেই নতুন একটি চরিত্র। নিজেকে ভিন্নভাবে প্রকাশ করার সুযোগ আছে এখানে। তাই কাজটি করছি। মনে হয়েছে, অনেক মজা করে করা যাবে চরিত্রটি।’
আর এ প্রসঙ্গে পরিচালক বলেন, এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন হয়ে গেছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করার কথা আছে ছবিটির।
আশির দশকে আমজাদ হোসেন পরিচালিত “সুন্দরী” ছবিটি বেশ জনপ্রিয়তা পায়। দীর্ঘদিন পর একই নামে ছবি নির্মাণের ঘোষণা দেন শামীমুল ইসলাম। কিন্তু আমজাদ হোসেন সম্মতি দেননি। তিনি বলেন, ‘সুন্দরী ছবির আরও কয়েকটি কিস্তি নির্মাণ করতে চাই। তাই নামটি কাউকে ব্যবহার করতে দিতে চাই না।’
আর এ কারণে শামীমুল ইসলাম তাঁর ছবির নাম পরিবর্তন করে নতুন নাম দিয়েছেন নাম “আমার সুন্দরী”।