২০০১ সালে তুম বিন সিনেমার মধ্য দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল অনুভব সিনহার। এবার সিনেমাটির সিক্যুয়েল তুম বিন-২ নিয়ে ফিরছেন এই নির্মাতা।
১৫ বছর পর রুপালি পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় সিনেমা তুম বিনের সিক্যুয়েল তুম বিন-২। এবার নতুন গল্প ও নতুন স্টার কাস্ট নিয়ে শুরু করছেন অনুভব সিনহা।
তুম বিন সিনেমাটি মুক্তির পর দর্শকের প্রশংসা পেয়েছিল। বিশেষ করে সিনেমাটির ‘ছোটি ছোটি রাতে’ শিরোনামের গানটি সে সময় সকলের মুখে মুখে ছিল।
তুম বিন-টু নিয়ে পরিচালক অনুভব সিনহা বলেন, ‘প্রায় ১৫০০ জনের অডিশন নিয়েছি। তার মধ্যে তিনজনকে বাছাই করেছি। যারা পুরনো ছবির ফ্লেভারটাকেও ধরে রাখবে, সঙ্গে নতুনত্বের স্বাদ দেবে।’ এপ্রিল থেকে শুরু হবে তুম বিন-টু সিনেমার শুটিং। চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।