আসছে দাবাং-থ্রি

Coming Dabangg Three

সালমান খান অভিনীত ‘দাবাং’ ছবিটির কথা নিশ্চয় মনে আছে সবার। সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ছবিতে জুটি বেঁধে হৈ চৈ ফেলে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সোনাক্ষী সিনহা। আর ছবিটি দারুণ ব্যবসা সফলও ছিল তখন। সাফল্যের ধারাবাহিকতায় নির্মাতা আরবাজ খান নির্মাণ করেছিলেন ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল ‘দাবাং টু’।

তাই বেশ কয়েক মাস ধরেই কথা চলছিলো সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে। শোনা যাচ্ছিলো ‘দাবাং থ্রি’ নির্মাণ করবেন পরিচালক আরবাজ খান। সাথে সাথে এ খবরও প্রকাশ হয়েছিলো যে এবারের পর্বে থাকবেন না সোনাক্ষী। তবে সব গুজব-গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবারো দাবাং-এ জুটি বাঁধতে চলেছেন সাল্লু-সোনাক্ষী। আর এই খবরে বেশ উচ্ছ্বসিত দুই তারকার ভক্তরাই।

‘দাবাং-থ্রি’র প্রযোজক-পরিচালক আরবাজ খান টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে বিশেষ আলাপে খবরটি নিশ্চিত করেছেন। তবে সোনাক্ষীর পাশাপাশি আরেকজন নায়িকা নেওয়ার আভাসও দিয়েছেন তিনি। তবে সেই নায়িকা কোনো নতুন মুখ হবেন বলেই আশ্বস্ত করলেন তিনি।

সালমান এখন ব্যস্ত টেলিভিশন শো ‘বিগ বস’-এর দশম আসরের কাজ আর কবির খানের যুদ্ধনির্ভর ছবি ‘টিউবলাইট’ নিয়ে। পাশাপাশি সোনাক্ষী করছেন  ‘আকিরা’ ও ‘ফোর্স টু’ ছবি দুটির শুটিং। তাই একটু অপেক্ষা করতে হচ্ছে আরবাজ খানকে। সাথে সাথে অপেক্ষা বাড়ছে ‘দাবাং’ ভক্তদেরও।