আসছে পেপারলেস পাসপোর্ট; স্মার্টফোন মিটাবে পাসপোর্টের কাজ


আর প্রয়োজন নেই কাগজের পাসপোর্ট, শিগগিরই আসছে কাগজ ছাড়া পাসপোর্ট। আর এই পাসপোর্ট সংরক্ষিত থাকবে স্মার্টফোনের মধ্যে।

বিমানবন্দরে গিয়ে দেখলেন পাসপোর্টটাই সঙ্গে নেই, আনতে ভুলে গেছেন। এমতাবস্থায় বড়সড় বিপদ হওয়া ছাড়া আর কোনও উপায় নেই৷ তবে এবার চলে এসেছে সমাধান৷ খুব শিগগিরই স্মার্টফোনেই মিটবে পাসপোর্টের প্রয়োজনীয়তা৷

যুক্তরাজ্য ভিত্তিক বাণিজ্যিক পাসপোর্ট প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান এই প্রযুক্তি তৈরিতে কাজ করছে। এই প্রযুক্তি ব্যবহার করে ভ্রমণকারী কাগজের পাসপোর্ট ছাড়াই বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। সে ক্ষেত্রে স্মার্টফোনে থাকা ওই ডিজিটাল পাসপোর্ট থাকলেই চলবে। ইতিমধ্যে ওই পাসপোর্ট পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।