ইউটিউব থেকে ‘সিলভার বাটন’ সম্মাননা পেলেন সালমান মুক্তাদির


জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ইউটিউব-এর বিশেষ পুরস্কার পেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও মডেল সালমান মুক্তাদির। নাটকে অভিনয়ের পাশাপাশি ইউটিউবেও সবাইকে মাতিয়ে রাখেন সালমান। সেখানে তার ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ নামে একটি ইউটিউব চ্যানেলও আছে। যার সাবস্ক্রাইবার এক লাখ পেরিয়েছে সম্প্রতি।

এর স্বীকৃতিস্বরূপ ইউটিউবের পুরস্কার পেলেন সালমান। সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীদের বিশেষ একটি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। এটির নাম ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’। সেখানে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্ত হলো সালমানের নাম।

‘ইউটিউবার সালমান’ নামে পরিচিত এই তরুণ নিয়মিত অভিনয়ও করেন। তাঁকে বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত দেখা যায়।