ইমেজ অফ গুগল আইও সামিটের শীর্ষ বক্তা হিসেবে নির্বাচিত বাংলাদেশের রাখশান্দা

বাংলাদেশের রাখশান্দা

পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন হচ্ছে গুগলের ‘গুগল আইও’ সম্মেলন। আগামী ১৮- ২০ মে সম্মেলনটি ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অনুষ্ঠিত হবে। দশমবারের মত আয়োজিত এ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বিশ্বের শীর্ষ ডেভেলপার ও প্রযুক্তি পেশাজীবীরা। সম্মেলনে এবার শীর্ষ বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশের গুগল ওমেন টেকমেকারস গ্রুপের লিড গুগল ডেভেলপার গ্রুপের অন্যতম ম্যানেজার রাখশান্দা রুখাম।

সর্বমোট ৫০০ অংশগ্রহণকারী ডেভেলপারদের ভোটে শীর্ষ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাখশান্দা রুখাম। প্রতিবছর অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা ভোটে সম্মেলনের স্পিকার নির্বাচন করেন। এবার ৬১টি ভোট পেয়ে শীর্ষে রয়েছেন রাখশান্দা রুখাম। ইউক্রেনের ভিতালিউ জাসাদ্রি ৪৪ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং তৃতীয় অবস্থানে আছেন ভারতের সঞ্জীব পারিদা যিনি ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। গুগল ডেভেলপার গ্রুপের প্রোজেক্ট ম্যানেজার নাদিনা রোজ ইমেইলের মাধ্যমে শীর্ষ বক্তা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাখশান্দা রুখাম বলেন, বাংলাদেশকে শুধু অংশগ্রহণকারী দেশ হিসেবে নয় বরং সম্মেলনের পরিচালনার মত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে চাই। গুগল আমাদের কার্যক্রমে যথেষ্ট সন্তুষ্ট। চেষ্টা করব নিজের দেশকে আরো উঁচুতে নিয়ে যেতে। আশা রাখি একদিন বাংলাদেশের অনেকেই গুগল, মাইক্রোসফটের মত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী পদে অধিষ্ঠিত হবেন।

প্রসঙ্গত সম্মেলনে অংশগ্রহণকারী হিসেবে আরো যাবেন ইশতিয়াক রেজা, জাবেদ সুলতান পিয়াস এবং মাহাবুব হাসান যারা সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।