ইরফান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পরিণীতি

Irfan Khan pair are pariniti

এই প্রথম ইরফান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পরিণীতি চোপড়া। কিছুটা ভীত, আবার একই সঙ্গে তিনি ভীষণ উচ্ছ্বসিতও। বলিউড আঙিনায় পা রাখার পর এমন অনুভূতি তাঁর খুব কমই হয়েছে।এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

পরিণীতির ভাষ্য মতে , ‘আমার একটু একটু ভয় করছে। তবে একই সঙ্গে আমি দারুণ উচ্ছ্বসিত। কারণ, ইরফান খান একজন আন্তর্জাতিক মানের তারকা। তিনি তাঁর অভিনয় প্রতিভা দিয়ে সবার কাছে পরিচিত। তাঁর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো ও অভিনয় করতে পারাটা অবশ্যই আনন্দের ব্যাপার।’

হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটির কর্মশালা শুরু হবে আগামী নভেম্বরে। আর ছবিটির নাম ‘তাকাদুম’।

পরিণীতির অতি উচ্ছ্বাসের আরও একটি কারণ হল এই ছবিতে সুশান্ত সিং রাজপুতও থাকছেন। পরিণীতি আর সুশান্ত প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালে ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে। এত বছর পর আবারও জুটি হতে যাচ্ছেন তাঁরা ।

উল্লেখ্য পরিণীতি এখন ব্যস্ত ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির শুটিং এর কাজে।