ঈদের বিশেষ ইত্যাদি

ঈদের বিশেষ ইত্যাদি

এবারের ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ করবে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আবহমান গ্রাম-বাংলার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত|

আমাদের দেশে এমন দর্শক ও আছেন যারা নিয়মিত বিটিভি দেখেন না বা বিটিভি ব্যক্তিগতভাবে পছন্দও করেন না। কিন্ত তারাও ‘ইত্যাদি’র জন্য চ্যানেল ঘুরিয়ে বিটিভির পর্দায় চোখ রাখেন।

ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দ যোগ করবে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের অনুষ্ঠান ধারণ করা হয়েছে মিরপুর শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।

অনুষ্ঠানটি শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। গানটিতে অংশ নিয়েছেন ‘ইত্যাদি’তে প্রদর্শিত ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী হেলাল মিয়ার শিল্পী পরিবার এবং তাদের নেতৃত্বে আরো শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী।

রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্র কিশোরের গাওয়া একটি দেশাত্ববোধক গান যার বিষয়বস্তূ নারী নির্যাতন, তরুণদের মূল্যবোধ ও শিশু অধিকার| গানটির গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। চিত্রায়ণে অংশ নিয়েছে ঢাকা ক্যান্ট. গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী।

এছাড়াও রয়েছে বেশ কয়েকটি নাটিকা যাতে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির এবং মডেল-অভিনেতা ইমন এবং একটি বিশেষ চরিত্রে জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর।

আছে ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন যাতে অংশ নিয়েছেন বিনোদন অঙ্গনের চার তারকা চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, মডেল অভিনেতা নোবেল ও অভিনেত্রী অপি করিম এবং প্রায় অর্ধশত নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনায় রয়েছেন ওয়াসেক।

এছাড়াও রয়েছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। যাতে অংশ নিয়েছেন চঞ্চল চৌধুরী, সাইদ বাবু, আবদুল আজিজ, কাজী আসাদ, সুব্রত, রতন খান, রকিবুল আলম ও মুকুল সিরাজসহ আরো অনেকে।

বিদেশিদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন। আর এবারের বিষয়বস্তু বাল্যবিবাহ। আরও অংশ নিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এবার ইত্যাদির দর্শকরা তাকে দেখবেন ভিন্নরূপে। গান নয়, অভিনয়ে।

এছাড়া নিয়মিত মামা-ভাগ্নে, নানী-নাতি তো থাকছেই|