চলচ্চিত্র নির্মাতারা সবসময় চান ঈদের সময় দর্শকদেরকে কিছু ভালো কাজ উপহার দিতে। তাই ঈদের আগে ভীষণ ব্যস্ত সময় কাটান তাঁরা। পুরো ছবি শেষ করে সেন্সর বোর্ডে জমা দেওয়া, ছবির প্রচারে কাজ, সিনেমা হলে বিতরণ এমন অনেক কাজই করতে হয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এ বছরের ঈদুল আজহা আসতে আর মাত্র কদিন বাকি। এরই মধ্যে শেষ হয়েছে তিনটি ছবির কাজ। এবার ছবিগুলোর ছাড়পত্র পাওয়ার জন্য জমা দেওয়া হবে সেন্সর বোর্ডে। ‘শুটার’ ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। সাথে সাথে একই দিন জমা পড়ছে ‘রক্ত’ চলচ্চিত্রটি। আর এই সপ্তাহেই জমা পড়বে ‘বসগিরি’।
সেন্সর বোর্ডে ছবি দেওয়া প্রসঙ্গে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার গানের শুটিংয়ের মধ্যে দিয়ে ছবির শুটিং শেষ করেছি। দুটি কমেডি সিকোয়েন্স বাকি ছিল যা গত শনিবার এফডিসিতে করেছি। এর আগেই আমিরা ছবির বাকি ডাবিং ও এডিটিং শেষ করেছিলাম। আগামীকাল ছবিটি সেন্সরে জমা দিচ্ছি। আশা করি, চলতি সপ্তাহে ছবির সার্টিফিকেট পেয়ে যাব। আপনারা দোয়া করবেন এ ধরনের ছবি যাতে আরো উপহার দিতে পারি।’
‘রক্ত’ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আমাদের ছবির শুটিং অনেক আগেই শেষ হওয়া কথা থাকলেও কিছু ঝামেলায় শুটিং দেরি হয়েছে। আমরা গত শনিবার শুটিং ক্লোজ করেছি, এরই মধ্যে ডাবিংয়ের কাজও শেষ। এখন ছবিটি সেন্সরের জন্য প্রস্তত করা হচ্ছে। আশা করি, মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব।’
‘বসগিরি’ ছবির পরিচালক শামীম আহম্মেদ রনি বলেন, ‘আমরা গতকাল একটি গান ইউটিউবে আপ করেছি। এরই মধ্যে দর্শকদের অনেক সাড়া পাচ্ছি। ছবির কাজও এরই মধ্যে শেষ করেছি। চলতি সপ্তাহের মধ্যে ছবিটি সেন্সরে জমা দেওয়ার ইচ্ছা রয়েছে।’
‘বসগিরি’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন নবাগত নায়িকা বুবলী। ‘শুটার’ ছবিতেও অভিনয় করেছেন শাকিব-বুবলী জুটি। আর ‘রক্ত’ ছবিতে অভিনয় করেছেন পরী মণি ও নবাগত নায়ক রোশন।