আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন। তিন দিনব্যাপী উক্ত সম্মেলন ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করবেন ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ডা. সাঈদ হায়দার। এর পর ঐদিন সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পরিবেশিত হবে মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান।
এছাড়া ২৩ ও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কাজী বশির মিলনায়তনে (ঢাকা মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান) অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদীচীর শিল্পী-কর্মীরা উপস্থাপন করবেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা।
সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে সম্মেলনের সাংগঠনিক নানা অধিবেশন। সবশেষে ২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন এবং শপথ গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন।