ব্যবহারকারী ও যন্ত্রের মধ্যকার যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ব্লুটুথ প্রযুক্তির হালনাগাদ আনছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)। শিগগিরই উন্নত সুবিধা নিয়ে বাজারে আসছে ব্লুটুথ ৫। ‘ব্লুটুথ ৫’ ল্যাপটপ, হ্যান্ডসেট, স্মার্টওয়াচ, তারহীন স্পিকার সেটের পাশাপাশি গাড়ির স্টেরিও সিস্টেমেও ব্যবহার করা যাবে।
আগের সংস্করণ ব্লুটুথ ৪.২ এর তুলনায় ব্লুটুথ ৫ এর ব্যান্ডউইথ দ্বিগুণ সুবিধার। এছাড়া সীমা বেড়েছে ৪ গুণ এবং ৮ গুণ বেশি দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবে নতুন এই সংস্করণ। ব্লুটুথের সীমা বাড়লেও তা হেডফোন এবং ফোনকলে সাউন্ডের মানে কোনো প্রভাব ফেলবে না। নতুন সংস্করণের ফ্রিকোয়েন্সি থাকবে আগের মতোই ২ দশমিক ৪ গিগাহার্জের।
এসআইজির পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর ছয় মাসের মধ্যে ডিভাইসগুলোতে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করা যাবে। সে হিসেবে ধারণা করা যায় আগামী বছরের মাঝামাঝি নাগাদ বিভিন্ন ডিভাইসে ব্লুটুথ ৫ সংস্করণ ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।
অ্যাপল, মাইক্রোসফট, স্যামসাংসহ বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এসআইজি গ্রুপের সদস্য। ৩০ হাজারেরও বেশি সদস্য রয়েছে এই গ্রুপে।