যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে নাজেহাল অবস্থা৷ সেই সমস্যা আর বেশিদিনের জন্য নয়৷ আসতে চলেছে ‘উড়ন্ত ট্যাক্সি’৷ গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান রোলস রয়েস এমন এক ধরণের ইঞ্জিন তৈরি করছে যা ব্যবহার করে আগামী দশকের মাঝেই রাস্তায় নামবে উড়ন্ত ট্যাক্সি । ভারটিক্যাল টেক অফ ও ল্যান্ডিং পদ্ধতিতে এটি পরিচালিত হবে। কোম্পানিটি বলছে ব্যক্তিগত পরিবহণে ব্যবহার করা যাবে এ ট্যাক্সিটি।
এতে ব্যবহার করা হবে প্রপালশন ইঞ্জিন। একসঙ্গে চার থেকে পাঁচ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ঘণ্টায় এটি ৪০২ কিলোমিটার গতিতে ৮০০ কিলোমিটার চলতে পারবে। এর পাখাগুলো ৯০ ডিগ্রি কোণে ঘুরতে পারবে। তাই এয়ারক্রাফটটি লম্বালম্বিভাবে টেক অফ ও ল্যান্ড করতে সক্ষম হবে। ইলেক্ট্রিক ভার্টিকাল ভেইকেলটি হেলিপোর্ট ও এয়ারপোর্টে ওঠা নামা করতে পারবে।
ধারণাটি ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।