এইচটিসি আগামী মাসে ২টি স্মার্টফোন উন্মোচন করবে

The two HTC smartphones will be unveiled next month

এইচটিসি আনতে যাচ্ছে আগামী মাসে ২টি আকর্ষণীয় স্মার্টফোন। স্মার্টফোন ২টির মডেল নাম্বার, “ডিজায়ার-১০ প্রো ও ডিজায়ার-১০ লাইফস্টাইল” যা আগামী মাসেই উন্মোচন করতে পারে এইচটিসি।

ডিজায়ার-১০ লাইফস্টাইলের সাড়ে ৫ ইঞ্চির ডিসপ্লেটি হবে ৭২০–১২৮০ পিক্সেলের। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটি এলইডি ফ্ল্যাশ-সংবলিত থাকবে ও সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালিত। হ্যান্ডসেটটিতে থাকবে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৩ জিবি র‍্যাম। অভ্যন্তরীণ তথ্য ধারণক্ষমতা হবে ৩২ জিবির।