আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে চলমান সিম পুনর্নিবন্ধন কার্যক্রমের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত নিবন্ধনের কাজ চলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ শনিবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম পুনর্নিবন্ধন কার্যক্রম চলবে। বেধেদেয়া সময়ের মধ্যে যারা সিম পুনর্নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাঁদের সিম পয়লা জুন থেকে স্বয়ক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এ ছাড়া আজ শনিবার ৩০ এপ্রিল রাত ১২টার মধ্যে যাঁরা সিম পুনর্নিবন্ধন করতে পারবেন না, তাঁদের সিম প্রতীকীভাবে পুনর্নিবন্ধন না করা পর্যন্ত তিন ঘণ্টা বন্ধ থাকবে।