এক দশক পর আবারও একসঙ্গে শাহরুখ- সালমান

Shahrukh & salman is in tubelight

বছর দশেক আগে সর্বশেষ একই ছবিতে দেখা গিয়েছিল বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে। আর সেটা ছিল ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবিটি। সেখানে একটি গানে একই সঙ্গে নেচেছিলেন তারা দুজন।

এরপর দুই খানের মধ্যে বয়ে গেছে অনেক শীতল যুদ্ধ। কেটে গেছে অনেক সময়। মুক্তি পেয়েছে অনেকগুলো ছবিও। ভক্তরা ভেবেছিলেন আর হয়তো একসঙ্গে দেখা মিলবে না দুই খানের। এবার তাই অনেকটা অসাধ্য কাজকেই সাধন করে দেখালেন বলিউড পরিচালক কবির খান।

বর্তমানে শুটিং চলছে সালমান খান অভিনীত নতুন ছবি ‘টিউবলাইট’ এর। ছবিটির পরিচালনা করছেন কবির খান। শোনা গেছে, এই ছবিটিতেই নাকি গুরুত্বপূর্ণ একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকেও।

গতকাল বুধবার এক টুইট বার্তার মাধ্যমে এমন খবরই নিশ্চিত করেছেন পরিচালক কবির খান। আর তাই একটু বিলম্ব হলেও দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য উন্মুখ দর্শক ও ভক্তবৃন্দ।

উল্লেখ্য, এর মাধ্যমে প্রায় এক দশক পর আবারও একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে দুই খানকে।