এক পর্দায় আসছেন মাধুরী-মোশাররফ


বি টাউনের নৃত্যপটিয়াসী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সাথে এবার অভিনয় করবেন বাংলাদেশের অন্যতম গুণী অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘সিতারা’। বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি।

ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক আশিস কুমার রায়।

এরইমধ্যে কথা পাকাপাকি হয়ে গেছে মোশাররফ করিমের সাথে। ছবির কাহিনী মূলত বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে।  

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। তার দেহরক্ষীর ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও ছবিটিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেতা কৌশিক সেন।

ছবিটি পেসঙ্গে নির্মাতা আশিস কুমার জানান, মাধুরী-মোশাররফ করিম ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আরো চমক দিয়ে খবর জানানো হবে, তবে সেটা কিছুদিন পর।

সব ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসে তিস্তার পাড়ে সীমান্ত এলাকায় শুরু হবে ‘সিতারা’র শুটিং।