সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তা সবারই জানা। তবে কি এখন সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের সম্পর্কের ইতি পড়তে চলেছে?
আলি জফর, আদিত্য রয় কপূর, কুণাল কপূর এবং অঙ্গদ বেদী। এরা সকলেই আলিয়ার প্রেমে পাগল। এই চার জনের পরেও রয়েছে আরও একজন যার নাম শুনলে চমকে যাওয়ার মত, সে হল বলিওডের কিং শাহরুখ খান।
গৌরী শিন্ডের আপকামিং ছবিতে আলিয়ার উল্টোদিকে দেখা যাবে শাহরুখ খান সহ বাকি চার জনকে। জানা গেছে, ছবিতে আলিয়া একজন চিত্রপরিচালক, যিনি প্রেমের সন্ধানে হন্যে। কিন্তু কিছুতেই মনের মানুষের সন্ধান পাচ্ছেন না। সেই সূত্রেই আসছেন এই পাঁচ নায়ক। শাহরুখের সঙ্গে আলিয়ার সম্পর্ক কোন খাতে গড়াবে, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে, শাহরুখ যে এই ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, তা নিশ্চিত।