‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে সূচনা হলেও এরই মধ্যে একাধিক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি ও মাহি। তারই ধারাবাহিকতায় নতুন একটি ছবিতে যুক্ত হয়েছেন তাঁরা।
গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই জুটি। আগামী ১০ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এফডিসিতে।
এ বিষয়ে পরিচালক গাজী জাহাঙ্গীর বলেন, ‘বাপ্পি ও মাহির অভিষেক হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রং’-এর মাধ্যমে। এর পর থেকে একাধিক ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করে তাঁরা সাফল্য পেয়েছেন। যে কারণে আমরা ‘প্রেমের বাঁধন’-এ মাহি-বাপ্পিকে জড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘আগামী বৃহস্পতিবার এফডিসির দুই নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আগামী মাস থেকে ছবিটির টানা শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে ছবির শুটিং শেষ করব, সেই লক্ষ্য নিয়েই ছবির কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।’
ছবির গল্প সম্পর্কে জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমার এই ছবির নাম শুনেই বোঝা যায়, এটি একটি প্রেমের গল্প। তবে প্রচলিত প্রেমের গল্পের বাইরে দর্শকরা ভিন্ন কিছু পাবেন এই ছবিতে। আমি ছবিটি শুরু করেছি এভাবে যে, একটি ছেলে ও একটি মেয়ে ফেসবুকে একজন আরেকজনকে দেখে প্রেমে পড়ে যায়। কিন্তু সব সময় কিন্তু তারা সঠিক তথ্য ফেসবুকে দেয় না। আবার ফেসবুকে সুন্দর যে ছবি দেওয়া আছে মানুষটি আসলে বাস্তবে দেখতে তত সুন্দর নয়। যে কারণে অনেকেই প্রতারণার শিকার হয়ে থাকে। এরপর দর্শকরা আরো অনেক মেসেজ পাবেন ছবিটিতে।’
ছবিটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, তানিন সুবহা, আলীরাজ, কাজী হায়াৎ, কাবিলা প্রমুখ।