এবারের ”মিস ওয়ার্ল্ড” হলেন ক্যারিবীয়ান সুন্দরী

Miss world

এ বছর  ‘মিস ওয়ার্ল্ড ২০১৬’ নির্বাচিত হয়েছেন ক্যারিবীয়ান সুন্দরী স্টেফানি ডেল ভাল্লে। তিনি যুক্তরাষ্ট্রের অধীনস্থ একটি ক্যারিবীয় ভূখণ্ডের বাসিন্দা।

গতকাল  রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় আমেরিকার এম জি এম ন্যাশনাল হারবার রিসোর্টে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৬তম আসরে স্টিফানি ডেলকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড বিজয়ী স্পেনের সুন্দরী মিরাইয়া।

উল্লেখ্য, ১৯ বছর বয়সী স্টেফানি নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটির একজন ছাত্রী। এছাড়া ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষায় দক্ষতা রয়েছে তার। পড়াশোনা শেষ করে হলিউডে নাম লেখানোর ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

স্টেফানি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, ক্যারিবীয় ভূমির প্রতিনিধি হয়ে সম্মানজনক এ মুকুটজয় তাকে বিরাট দায়িত্ব এনে দিয়েছে।

উক্ত প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ এবং দ্বিতীয় রানার-আপ ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। এছাড়া সেরা ১০-এ আরও ছিলেন চীন, বেলজিয়াম, ঘানা, যুক্তরাষ্ট্র, কোরিয়া ও ব্রাজিলের সুন্দরীরা।

এ বছর “মিস ওয়াল্ড” প্রতিযোগিতায় অংশ নেন মোট ১১৭টি দেশের প্রতিযোগীরা।