সুদিনের বাতাস বইছে এখন আনুশকা শর্মার জীবনে। কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন নিজের ক্যারিয়ার আর উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক সুপারহিট ছবি।
এবারে অবশ্য বলিউডের ‘মুন্নাভাই’ খ্যাত সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে আনুশকার।
জানা গেছে, ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে আনুশকাকে। নায়িকাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনও কিছু জানাননি তিনি।
নির্মাতারা মনে করছেন, ছবির পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে আনুশকার বন্ধুত্ব যেহেতু ভালই। তাই এ বিষয়েআনুশকার তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাই বেশি।
এর আগে রাজকুমারের পরিচালনায় ‘পিকে’ ছবিতে কাজ করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন তিনি। বায়োপিকে সঞ্জয়ের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপূর।
আগামী বছরের শুরুতেই শুরু হওয়ার কথা ছবির কাজ।