এবারে ২০ লাখ ছাড়িয়ে ‘ডানাকাটা পরী’

Danakata Pori

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বহুল আলোচিত ছবি ‘রক্ত’ এর গান ‘ডানাকাটা পরী’ এবার ছাড়িয়ে গেল ২০ লাখ ভিউয়ারস। গত ৬ আগস্ট জাজ মাল্টিমিডিয়া ইউটিউবে গানটি প্রকাশ করে। পরবর্তীতে একই গান ছবিটির আরেক প্রোডাকশন হাউজ এসকে মুভিজও আপলোড করে ইউটিউবে।

গানটি প্রকাশের পর থেকেই ইউটিউব উপচে  পড়ছে দর্শকের ভিড়। বুধবার পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে গানটি দেখা হয়েছে সাড়ে ১৪ লাখের বেশি। অন্যদিকে এসকে মুভিজের আপলোড করা গানটি দেখা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার। অর্থাৎ দুই প্রোডাকশন হাউজের ইউটিউবের দর্শক যোগফল গিয়ে দাড়িয়েছে ২০ লাখের উপরে। অর্থাৎ ১১ দিনের মাথায় ২ মিলিয়ন ছাড়িয়ে গেলে এই গানটি।

গানটিতে গ্ল্যামারাস রূপে দেখা গেছে পরীমণিকে। এদিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান বলে দাবি জাজ মাল্টিমিডিয়ার। বিগ বাজেটের এই ছবিটিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীমণিকে। সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। সিনেমাটির  পরিচালনায়  রয়েছেন ওয়াজেদ আলী সুমন।