এবার ঘর ভাঙ্গার জোয়ারে কোয়েল মল্লিক

Koel Mallickdivorce rumour

এবার ঘর ভাঙ্গার জোয়ারে গা ভাসালেন মল্লিক কন্যাও। বর্তমানে এমনই একটি খবরে মুখরিত টলিউড পাড়া। জনপ্রিয় অভিনেতা বাবার মেয়ে বলে বেশ কম বয়স থেকেই অভিনয় শুরু করেন কোয়েল মল্লিক। টালিগঞ্জের নামকরা নায়কদের সঙ্গেই একধিক কাজ করেছেন তিনি।

ক্যারিয়ারের মাঝ পথে এসেই এক পাঞ্জাবি প্রযোজকের সঙ্গে চুটিয়ে প্রেম চলতে থাকে তার। দুই পরিবারের মধ্যে কথার পর পারিবারিকভাবেই তাদের বিয়ে হয় ২০১৩ সালে।

হ্যা,বেশ ধুমধাম করেই বিয়ে হয় কোয়েল এবং নিসপাল সিংয়ের। আর বিয়ের পর ভালোই সংসার করছিলেন টলিউডের এই জনপ্রিয় নায়িকা। কিন্তু, তার মধ্যেই যেন বিষাদের সুর বাজতে শুরু করেছে।

শোনা যাচ্ছে, এখন আর স্ত্রী-তে মন নেই স্বামী নিসপালের। তিনি নাকি এক অন্য নায়িকার সঙ্গে সম্পর্কে মজেছেন বলেও জানা যায়। আর তাতেই বাবা-মার কাছে চলে এসেছেন ‘হেমলক সোসাইটি’ নায়িকা। আর আপাতত নাকি বাবা-মায়ের সঙ্গেই থাকছেন কোয়েল।

তবে,তাদের  বিচ্ছেদ হয়নি এখনও। কিন্তু টিনসেল টাউনে, কোয়েল আর তার প্রযোজক স্বামীর বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে বেশ জড়ালোভাবেই। প্রকাশ্যে কেউ বিষয়টি নিয়ে মুখ না খুললেও, বিচ্ছেদের গুঞ্জন সে তো চলছেই।