এবার নায়িকা রুপে আসছেন হ্যাপি

Actress Happy in a new movie

বাংলাদেশের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি।হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’সিনেমাটি মুক্তি পেয়েছে গতকাল।  সিনেমাটিতে একটি আইটেম গানে নেচেছেন তিনি। তবে নতুন বছরে  নায়িকা হয়েই পর্দায় ফিরছেন হ্যাপি।

হ্যাপি অভিনীত ‘সত্যিকারের মানুষ’ শিরোনামের সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি। এ সিনেমার নাম প্রথমে ‘রিয়েলম্যান’ রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয় ‘সত্যিকারের মানুষ’। আর এ নামেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

এ সিনেমাটিতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া আরো অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে হ্যাপির। উক্ত ছবিটিতে হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন হ্যাপি।