চিত্রনায়িকা জলি এবং আরেফিন শুভ অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘নিয়তি’ এবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে।
আগামী ১২ আগস্ট দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। তবে এর আগে গত ১০ জুন ভারতের ৮৩টি হলে মুক্তি পায় ছবিটি।
আর এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেধেছেন শুভ এবং জলি।
এরইমধ্যে ছবিটি ভারতীয় দর্শকদের মন জয় করেছে। এদিকে বর্তমানে ছবির প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন শুভ-জলি।
ছবিটি পরিচালনায় রয়েছেন জাকির হোসেন রাজু।আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।