এবার বাদ দেওয়া হল মাহিরাকে

Mahira Khan dropped from Raees

অবশেষে রইস ছবি থেকে বাদ যাচ্ছেন মাহিরা খান। তাঁর জায়গায় দেখা যাবে কোনো ভারতীয় অভিনেত্রীকে। তেমন সিদ্ধান্তই নিয়েছেন ছবির নির্মাতারা।

রীতেশ সিধওয়ানির জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ছিল খুব মুশকিল। মাহিরাকে রিপ্লেস করে অন্য হিরোইন আনলে কাজ করতে সময় লাগবে আরও কয়েক মাস।

এদিকে ছবি রিলিজের কথা ঘোষণা হয়ে গেছে জানুয়ারিতে। কিন্তু উরি হামলার পর দেশজুড়ে পাকিস্তানি শিল্পীদের ব্যান করার যে কথা উঠেছে, তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন রীতেশ।

রইস ছবিটি সহ প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট। তাদের তরফ থেকে অবশ্য কোনো কথা জাননো হয়নি।

আর এর আগে অ্যায় দিল হ্যায় মুশকিল থেকে ফাওয়াদ খানের বাদ হওয়ার খবর সামনে এসেছে।

এছাড়াও ধোনির বায়োপিকে বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করেছিলেন ফাওয়াদ খান। ছবি থেকে কেটে দেওয়া হয়েছে সেই দৃশ্যটিও।