এবার ‘মায়া’ চরিত্রে আসছেন মাহী

Mahiya Mahi is in new character

বিয়ের পর এবার আবারও চলচ্চিত্রে ব্যস্ত হতে চলেছেন মাহিয়া মাহি।এরই মধ্যে নতুন নতুন ছবিতে চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।সম্প্রতি পরিচালক শামীমুল ইসলাম শামীম পরিচালিত নতুন ছবি ‘গোলাপতলীর কাজল’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মাহী।

‘গোলাপতলীর কাজল’ ছবিতে ‘মায়া’ চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে মাহির বিপরীতে কে অভিনয় করবেন তা ঠিক হয়নি এখনো।

এ বিষয়ে পরিচালক শামীম  বলেন, ‘গত বুধবার মাহি ছবিটি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে তাঁর বিপরীতে একটা চমক রয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে সেটা জানাব।’

তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আমরা ছবিটির শুটিং করব। লোকেশন দেখতে এখন আমরা সুনামগঞ্জে রয়েছি। সব ঠিক করে দুদিনের মধ্যে ঢাকায় ফিরব।’

গত মাসে পরিচালক শামীম শেষ করেছেন‘আমার প্রেম আমার প্রিয়া’ নামক একটি ছবির কাজ। উক্ত ছবিটিতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা পরী মণি ও নায়ক আরজু। এরই মধ্যে শেষ হয়েছে  ছবির শুটিং,এখন চলছে ছবির এডিটিং ও ডাবিংয়ের কাজ।