এবার সালমান খানকে পেছনে ফেললেন হিরো আলম

Hero alom got the position of salman khan

সার্চ ইঞ্জিন গুগলে এ বছর ভারতীয় সুপারস্টার সালমানের চেয়েও বেশি বার খোঁজা হয়েছে হিরো আলমকে। আর তাই এবার বলিউড সুপারস্টার সালমান খানকে পেছনে ফেললেন বাংলাদেশের হিরো আলম।

টানা কয়েক বছর ধরে সার্চ ইঞ্জিন গুগলে সবচেয়ে বেশি জনপ্রিয় সালমান খান। তবে এবার সালমানকে সেই সিংহাসন থেকে সরিয়ে দিয়েছেন হিরো আলম। আর তাই ভারতীয় গণমাধ্যমে এখন হইচই চলছে হিরো আলমকে নিয়ে। এমনকি হিন্দি ভাষার বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও খবর ছাপা হয়েছে হিরো আলমকে নিয়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হিরো আলমের আসল নাম আশরাফুল আলম সাইদ। হিরো আলমের বাড়ি বগুড়ায়।  ডিশের ব্যবসা রয়েছে তার। ডিশ লাইনে নিজস্ব চ্যানেলে তার ভিডিও প্রচার করেন তিনি। ইউটিউবে প্রকাশ করা তার ভিডিওগুলোও বেশ জনপ্রিয়। নির্দেশনার পাশাপাশি ভিডিওগুলোর মূল চরিত্রে অভিনয়ও করেন তিনি। নায়িকাসহ বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে অভিনয় করেন আলম। এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনও করেছেন তিনি। তবে ভোটে জিততে পারেননি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পর বেশ কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে এবং বিজ্ঞাপনেও দেখা গেছে হিরো আলমকে।