বক্স অফিসে আশাতীত সাফল্য পায়নি পরীমনির সর্বশেষ ছবি ‘রক্ত’। তবে ভিন্নধারার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন পরীমনি। এবার আবারও কেন্দ্রীয় চরিত্রে কাজ করলেন হালের জনপ্রিয় এই নায়িকা। আর এবারের ছবির নাম ‘সোনাবন্ধু’।
মাহবুবা শাহরিনের কাহিনীতে মমম্বর রুবেলের গল্পে গ্রামীণ জীবনের লোকগান-নির্ভর সিনেমাটিতে থাকছে ১০টির মতো গান। শুভ টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।
‘সোনাবন্ধু’তে পরীমনি অভিনয় করেছেন কাজল চরিত্রে। ছবিটিতে ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছেন তিনি।এছাড়া আরও অভিনয় করেছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি এবং দেশের নাট্যাঙ্গনের সফল অভিনেতা ডি এ তায়েব। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির শুটিং।
‘রক্ত’ সিনেমাটির পর পরীমনিকে আবারও নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। ছবির গানগুলোত কণ্ঠ দিয়েছেন বিখ্যাত সব শিল্পীরা। তদের মধ্যে অন্যতম বারী সিদ্দিকী, ফোক সম্রাজ্ঞী মমতাজ, ক্লোজআপ ওয়ান তারকা সালমা প্রমুখ।