এবার হারিয়ে গেলেন কাবিলা

Bangladeshi actor Kabila

ইদানীং চলচ্চিত্রে একেবারে দেখাই যাচ্ছে না তাকে। সাম্প্রতিক সময়ে খল অভিনয়র সাথে কমেডির মিশ্রণে তাঁর মত কেউ ছিলেন না। চলচ্চিত্রের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অভিনেতা কাবিলাকে। ফিল্মি নাম কাবিলা হলেও তাঁর আসল নাম নজরুল ইসলাম শামীম। কাবিলার একটি অন্যতম পরিচয় তিনি একজন জাতীয় বক্সার। খেলেছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে।

ছোটবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এক সময় আরামবাগ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলেছেন। ফুটবলার হিসেবে স্বীকৃতি না পেলেও অভিনয়ে তিনি জাতীয় স্বীকৃতি ঠিকই লাভ করেন। ১৯৮৮ সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা রাখেন তিনি।

তবে সম্প্রতি এফডিসির অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরাও বলতে পারছিলেন না কাবিলা কোথায় আছে। সর্বশেষ এফডিসির একটি প্রিমিয়ারে গিয়ে জানা যায় কাবিলা অসুস্থ। তিনি কথাও বলতে পারছিলেন না। গলার রোগে ভুগছিলেন। অনেকেই সেসময় অনুমান করে বলেছিলেন কাবিলা হয়তো আর ফিল্মে ফিরছেন না।

তবে জানা গেল, কাবিলা কিছুদিন আগেও বেশ অসুস্থ ছিলেন। এখন কাবিলা সম্পূর্ণ সুস্থ।

আসলেই কি কথা বলতে পারছিলেন না কাবিলা? এমন প্রশ্নের জবাবে অভিনেতা ওমর সানি বলেন, কথা বলতে পারছিলেন না তা নয়, গলা থেকে আওয়াজ কম বের হচ্ছিল। তপবে থাইল্যান্ড থেকে কাবিলা ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে ফিরেছেন। আমার সাথে গত সপ্তাহেও কথা হয়েছে।

অভিনেতা সাইমন সাদিক জানালেন, বরিশালে একটি শুটিং স্পট বানাচ্ছেন কাবিলা। শিগগির শেষ হবে সেটার কাজ। এছাড়াও অভিনয়ের কাজও করে যাচ্ছেন কাবিলা। শিগগিরই কাবিলার ভক্তরা আবার পর্দায় দেখতে পাবেন তাকে।