১৯৯১ সালের কথা। দাউদের শত্রু গ্যাং অরুণ গউলির দলের লোকজন গুলি করে হত্যা করে দাউদের বোনের স্বামী ইসমাইল পারকরকে। তার পরেই উত্থান ঘটে হাসিনা পারকরের।
ইসমাইলের মৃত্যুর পরে প্রথমে দাউদের গ্যাংয়ের লোকজন খুন করে ইসমাইলের হত্যাকারীদের। কুখ্যাত সেই জে জে হসপিটাল শুটআউটের পরে হাসিনা চলে যান নাগপদায়। আর তার পর একটু একটু করে হয়ে ওঠেন এলাকার ‘গডমাদার’।
সেই হাসিনা পারকর-এর জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে ছবি ‘হাসিনা-দ্য কুইন অফ মুম্বাই’। ছবিটির পরিচালক অপূর্ব লাখিয়ারের এই ছবিতে হাসিনার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।
ইতোমধ্যে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। তবে সম্প্রতি ছবির কাজ আরম্ভ হলেও পরিচালক ছবিটির পরিকল্পনা করেছিলেন দুই বছর আগেই।
২০১৪ সালের জুলাই মাসে মারা যান হাসিনা। তার পরেই এই বায়োপিকের পরিকল্পনা করেছিলেন অপূর্ব। সেই সময় রানি মুখোপাধ্যায়কে ভাবা হয়েছিল হাসিনার চরিত্রের জন্য। তবে সম্ভবত এই প্রস্তাবে রাজি হননি রানি তাই শ্রদ্ধাকেই নায়িকা হিসেবে মনোনীত করেন অপূর্ব।
ছবিটি ২০১৭ সালে মুক্তি পাবার কথা রয়েছে।