করিশমা কাপুরের না কি এনগেজমেন্ট হয়ে গেছে। সোশাল সাইটে তেমনই আলোচনা চলছে এখন। সম্প্রতি সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন করিশমা কাপুর। আর সেখানে তাঁর অনামিকায় দেখা গেছে একটি হিরের আংটি। ঘটনার সূত্রপাত মূলত সেখান থেকেই ।
সম্প্রতি মা হয়েছেন কারিনা কাপুর খান। কাপুর পরিবার ও পাতৌদি খানদানে এখন চলছে সেলিব্রেশনের মেজাজ। তেমনই এক সেলিব্রেশনে উপস্থিত ছিলেন করিশমা কাপুর।
সুন্দর মুহূর্তের ছবি হিসেবে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন করিশ্মা। কিন্তু অবাক করা বিষয় হল ছবিটি শেয়ার হবার পর ছবিটি নিয়ে যতটা না কথা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে করিশমার অনামিকার আংটি নিয়ে।
বর্তমানে ব্যবয়াসী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন করিশমা। সম্প্রতি কারিনার বাড়িতে একসঙ্গে দেখাও গেছে দু’জনকে। এখন শোনা যাচ্ছে নিউ ইয়ার ইভও একসঙ্গে কাটাবেন তাঁরা।
তবে এ ব্যাপারে করিশমা বা কাপুর পরিবারের কেউই এখনো কিছু বলেননি। সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর ব্যক্তিগত সম্পর্ককে যতটা সম্ভব গোপন রাখতে চাইছেন করিশমা। আর তাই এখনও অ্যাফেয়ারের কথা প্রকাশ করেননি তিনি।